ঢাকা, রোববার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা নিহত - ছবি : নিউজমিডিয়া24

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার শারলোটে সোমবার দুর্বৃত্তের গুলিতে আইন-শৃঙ্খলা বাহিনীর তিন কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ডেপুটি মার্শাল এবং অপর দুজন স্থানীয় টাস্ক অফিসার। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর আরো আট অফিসার এসময় আহত হয়েছেন। এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার সময় এ ঘটনা ঘটে।

শারলোট-মেকলেনবার্গ পুলিশ প্রধান জেনে জেনিংস সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান, গোলাগুলির এই ঘটনা তার ৩২ বছরের ক্যারিয়ারে সবচেয়ে মর্মান্তিক বিষয়।

আরো সংবাদ


AD HERE