আমি তখন ঘুমিয়ে ছিলাম
- Tue, 23 Jan 2024
রোমান সাম্রাজ্যের অধিপতিদের মধ্যে অন্যতম ছিলেন সম্রাট নিরো। রোম ধ্বংস হয়ে যাওয়ার সময় বাঁশি বাজানোর জন্য তিনি কুখ্যাত হয়ে আছেন। প্রবাদটি এ রকম- ‘রোম যখন পুড়ছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন।’ সিইসি মহোদয়ের ভাতঘুমের মধ্যে গত ৭ জানুয়ারি বাংলাদেশের ১৭ কোটি মানুষের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নামের প্রহসনে। নির্বাচনটি ‘ডামি’ নির্বাচন হিসেবে ইতিহাসের কালো পাতায় জায়গা করে নিয়েছে। আগে থেকেই ডামি ক্যান্ডিডেট দিয়ে সাজানো, পাতানো নির্বাচনটি এতটাই বিতর্কিত হয়েছে যে, শুধু বাংলাদেশের নয়; সারা দুনিয়ার গণতন্ত্রকামী সব দেশের মানুষের কাছে এই নির্বাচন স্বীকৃতি পায়নি। ডামি নির্বাচনের ফলাফল ও ভোটারের উপস্থিতির হার পূর্ব নির্ধারিত থাকলেও এটি ঘোষণা করতে গিয়ে নির্বাচন কমিশন যে গোল বাধিয়ে ফেলেছে, সেটিই এখন দেশে-বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে।



