ঢাকা, রোববার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

লিভিংস্টোনের সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

লিভিংস্টোনের সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড - ছবি : নিউজমিডিয়া24

এক ম্যাচ পরেই স্বরূপে ইংল্যান্ড। ঘুরে দাঁড়িয়ে সিরিজে ফেরালো সমতা। ‘বড়’ রানের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পাত্তা দেয়নি এদিন সফরকারীরা। দুই অধিনায়কের শতকের লড়াইয়ে শেষ হাসি হাসলেন লিয়াম লিভিংস্টোন।

এন্টিগায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেতে শনিবার মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩২৮ রান তুলে স্বাগতিকরা। জবাবে ৪৭.৩ ওভারে ৫ উইকেটের জয় তুলে নেয় থ্রি লায়ন্সরা।

সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৮ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে জিতলে সিরিজটা নিজেদের করে নিতো তারা। অধিনায়ক শাইহোপের শতকে সেই পথেই হাঁটছিল ক্যারিবীয়রা।

অবশ্য শুরুটা ভালো হয়নি, ১২ রানেই হারায় জোড়া উইকেট। তবে এরপর শাইহোপ ও ক্যাসি কার্থি মিলে গড়ে তুলেন ১৪৩ রানের জুটি। কার্থি ৭৭ বলে ৭১ রানে আউট হলে ভাঙে জুটি।

আরো সংবাদ


AD HERE