ঢাকা, রোববার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যের ভোটের ফল আজ

পশ্চিমবঙ্গসহ à§« রাজ্যের ভোটের ফল আজ - ছবি :

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ৮ পর্বের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা আজ।

দেশটির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস রাজ্যটি দখলে রাখতে পারবে, নাকি তাদের হটিয়ে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে, সে দিকেই এখন সবার নজর।

অধিকাংশ সমীক্ষা জানান দিয়েছে বাংলার মসনদ তৃতীয়বারের জন্য দখল করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এতে তৃণমূলকর্মীরা উজ্জীবিত হলেও ভোট গণনার আগে তা প্রকাশ্যে দেখাতে নারাজ মমতা।

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, কে কী বলরো জানি না। যে যার নিজের কাজ করেছে। তবে একটু বলতে পারি প্রত্যাশা মতো আগামী দিন পশ্চিমবঙ্গে বিজেপি শাসিত নতুন সরকার হতে চলেছে।

এদিকে, পশ্চিমবঙ্গের সঙ্গেই ভোট গণনা হবে দেশের আরও চারটি রাজ্যের বিধানসভা ভোটের। রাজ্যগুলো হলো- তামিলনাড়ু, কেরালা, পুডুচেরি ও আসাম। সর্বভারতীয় পর্যাও মিডিয়ার যাবতীয় মনোযোগ যেন শুধু পশ্চিমবঙ্গেই কেন্দ্রীভূত।

নতুন সূর্যোদয় ডেস্ক

 

আরো সংবাদ


AD HERE