বঞ্চিত এনএসআই কর্মকর্তাদের পদোন্নতি দেয়ার উদ্যোগ
- ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরে বিভিন্ন সময়ে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দিতে উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিষ্ঠানটির বঞ্চিত ও বৈষম্যের শিকার কর্মকর্তাদের পদোন্নতি ও পরবর্তী ভূতাপেক্ষাভাবে ৭১টি সুপারনিউমারারি পদ সৃজন করা হচ্ছে। এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রধান উপদেষ্টার দফতর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক-১৫ এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের ২০০৪ ও ২০০৫ ব্যাচের উপপরিচালক (৬ষ্ঠ গ্রেড) ও যুগ্ম পরিচালক (৫ম গ্রেড) এবং অনেক ক্ষেত্রে উচ্চতর পদে বিলম্বে পদোন্নতি পেয়ে দীর্ঘদিন আর্থিক ও মানসিকভাবে ক্ষতির শিকার হয়েছেন। এ ক্ষেত্রে ব্যাচের কর্মকর্তাগণকে বঞ্চিত করে জুনিয়র ব্যাচের (২০০৭ ও ২০০৮ সালে পদোন্নতিপ্রাপ্ত ব্যাচ, ২০০৯ ও ২০১২ সালে সরাসরি নিয়োগপ্রাপ্ত ব্যাচ) কনিষ্ঠ কর্মকর্তাগণকে যুগ্ম পরিচালক পদে বৈষম্যমূলকভাবে পদোন্নতি দেয়া হয়।
এ ছাড়া অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতির জন্য সব যোগ্যতা থাকা সত্ত্বেও কেবল ২০০৪ ও ২০০৫ ব্যাচ হওয়ায় তাদের পদোন্নতি প্রদান করা হয়নি। এমতাবস্থায় বৈষম্যের শিকার ২০০৪ ও ২০০৫ সালে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণকে ধারণাগত জ্যেষ্ঠতা, সিলেকশন গ্রেডসহ (জাতীয় বেতন স্কেল, ২০০৯ মোতাবেক) যুগ্ম পরিচালক পদে ভূতাপেক্ষ পদোন্নতি ও তাদের বকেয়া আর্থিক সুবিধা প্রদান করা প্রয়োজন। এ জন্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের সাংগঠনিক কাঠামোতে অতিরিক্ত পরিচালক-৩০, যুগ্ম পরিচালক-৪১ মোট ৭১টি সুপারনিউমারারারি পদ সৃজন অত্যাবশ্যক।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টার সভাপতিত্বে গত ১ সেপ্টেম্বর উপরিউক্ত ৭১টি সুপারনিউমারারি পদ সৃজনের বিষয়ে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে ২ সেপ্টেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের ২০০৪ ও ২০০৫ ব্যাচের কর্মকর্তাদেরকে ভূতাপেক্ষভাবে বকেয়া সুবিধা, সিলেকশন গ্রেড, ধারণাগত জ্যেষ্ঠতাসহ উচ্চতর পদে পদোন্নতি প্রদানের লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি কমিটির সভাও অনুষ্ঠিত হয়। বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের আলোকে উপপরিচালক গ্রেড-৬, যুগ্ম পরিচালক গ্রেড-৫ এবং অতিরিক্ত পরিচালক গ্রেড-৪ পদে ৪৯ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়। অতএব, যুগ্ম পরিচালক পদে ২০১৯ সালের ২৬ মে হতে অতিরিক্ত পরিচালক পদে চলতি বছরের ২ সেপ্টেম্বর হতে ভূতাপেক্ষভাবে সুপারনিউমারারি পদ অনুমোদন আবশ্যক।



