ঢাকা, রোববার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

নিখোঁজদের সন্ধান চান স্বজনরা

নিখোঁজদের সন্ধান চান স্বজনরা - ছবি : নিউজমিডিয়া24

হাসিনা সরকার পতনের পর গোপন বন্দীশালা কথিত ‘আয়না ঘর’ থেকে মুক্তি পেয়েছেন ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান এবং সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমিসহ অনেকেই।

কিন্তু নিখোঁজ আরো অনেকের এখনো কোনো সন্ধান মিলছে না। সামাজিক মাধ্যমে নানা পোস্ট এবং প্রকাশিত গোপন নথি দেখে ভেঙে পড়েছে অনেক পরিবার।

নিখোঁজ ব্যক্তিরা কারো সন্তান, কারো ভাই ও কারো স্বামী, কারো বাবা।

তাদের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে পরিবারগুলো। এখন রাজনৈতিক পটপরিবর্তনের পর এসব মানুষের সন্ধান বের করার দাবি তুলেছেন গুমের শিকার পরিবারগুলোর স্বজনরা।

আরো সংবাদ


AD HERE