জনরোষে পদ ছাড়ছেন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা
- ১৬ আগস্ট ২০২৪
জনরোষের ভয়ে শিক্ষা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিজ থেকেই পদ ছাড়ছেন কর্তা ব্যক্তিরা। গত কয়েক দিনে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ব্যক্তির পদত্যাগের তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্টরা জানান, সদ্য বিদায়ী সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ পদগুলো আঁকড়ে ছিলেন অযোগ্য আর দলীয় লোকজন। সৎ দক্ষ আর যোগ্য ব্যক্তিরা ছিলেন বরাবরই কোণঠাসা। গত ৫ আগস্টের পর দেশের আপামর জনতা যখন আওয়ামী দুঃশাসনের কবল থেকে মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন তখন জনরোষের ভয়ে নিজ থেকেই পদ ছেড়ে পালাচ্ছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তা ব্যক্তিরা।
গত কয়েক দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা পদ ছেড়ে স্বেচ্ছায় অবসরে চলে গেছেন। অনেকে আবার অধস্তন কর্মকর্তাদের হাতে লাঞ্ছিত হওয়ার ভয়ে গা ঢাকা দিয়েছেন। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১৬ বিশ্ববিদ্যালয়ের ভিসিদের স্বেচ্ছায় জমা দেয়া পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট মো: সাহাবুদ্দিন। ভিসি পদ থেকে পদত্যাগ করে অনেকে আবার স্বেচ্ছায় অবসরও নিয়েছেন। তবে যারা অবসর নেননি তাদেরকে অর্থাৎ ওই সদ্য সাবেক ভিসিদের মূল পদে (বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) যোগদানের অনুমতি দেয়া হয়েছে প্রেসিডেন্টের পক্ষ থেকে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা আলাদা আদেশে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে।



