আজই হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার
- ০৭ আগস্ট ২০২৪, ২৩ শ্রাবণ ১৪৩১, ১৯ মুহাররম ১৪৪৫
আজ বুধবারই গঠিত হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস হবেন এই সরকারের প্রধান। এমন তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। তিনি আরো জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকায় নাগরিক সমাজসহ ছাত্রপ্রতিনিধির নাম দেয়া হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সংশ্লিষ্টদের বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, আমরা রাষ্ট্রপতি কাছে একটি তালিকা দিয়েছি। তালিকাটি এখন প্রকাশ করবো না। প্রাথমিক তালিকায় আমরা ১০ থেকে ১৫ জনের নাম দিয়েছি।
নাহিদ জানান, অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী করণীয় ড. ইউনূসই ঠিক করবেন।
নাহিদ আরো বলেন, প্রাথমিক তালিকায় নাগরিক সমাজসহ ছাত্রপ্রতিনিধির নাম দেয়া হয়েছে। দ্রুতই সব পক্ষের সাথে আলোচনা করে তা চূড়ান্ত করে প্রকাশ করা হবে।



