ঢাকা, রোববার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

উত্তপ্ত কোয়ার্টার ফাইনাল : ফ্রান্সের কাছে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

উত্তপ্ত কোয়ার্টার ফাইনাল : ফ্রান্সের কাছে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার - ছবি : নিউজমিডিয়া24

আর্জেন্টিনার শিরোপা যাত্রা থামাল ফ্রান্স। উড়তে থাকা দলটাকে মাটিতে নামিয়ে আনল তারা। ফরাসিরা আলবিসেলেস্তাদের বিদায় করে দিলো শেষ আট থেকেই, তাতে প্যারিস অলিম্পিকের সেমিফাইনাল স্বপ্ন শেষ বিশ্বচ্যাম্পিয়নদের।

শুক্রবার প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। স্টেড মাটমুট আটলান্টিক স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। দলের হয়ে জয়সূচক গোলটি করেন মাতেতা।

কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ওই হারের পর আর্জেন্টাইনদের কাছে বিদ্রুপের শিকার হতে হয় ফরাসীদের। অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ঘররে মাঠে সেই হারের জবাবই যেন দিলো ফরাসিরা। মধুর প্রতিশোধে ঘোচালো আক্ষেপ।

সম্প্রতি ফুটবল মাঠে ব্রাজিল-আর্জেন্টিনার মতো আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচ সবার আকর্ষণেরই কেন্দ্রবিন্দুতে থাকে। মুখোমুখি লড়াইয়ের উত্তেজনার পারদ বাড়ে। গত দেড় বছর ধরে আর্জেন্টিনা ও ফ্রান্সের সম্পর্ক নিয়ে কম লেখালেখি হয়নি। এবারও তার ব্যতিক্রম হয়নি।


আরো সংবাদ


AD HERE