২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬

হামাস প্রস্তাব বিবেচনা করছে, তবে ইসরাইল এখনো একগুঁয়ে

হামাস প্রস্তাব বিবেচনা করছে, তবে ইসরাইল এখনো একগুঁয়ে - ছবি : নিউজমিডিয়া24

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা কায়রো প্রস্তাব খতিয়ে দেখছে। তারা জানায়, ইসরাইল এখনো একগুঁয়ে রয়ে গেলেও তারা তা বিবেচনা করছে।

হামাসের বিবৃতিতে মধ্যস্ততাকারীদের প্রশংসা করা হয়। তবে এতে বলা হয়, তাদের কোনো দাবির প্রতি সাড়া দেয়নি ইসরাইল।

বিবৃবিতে বলা হয়, এসব উদ্বেগ সত্ত্বেও হামাস নেতারা সর্বশেষ প্রস্তাব অধ্যয়ন করছে এবং ‌তা সম্পন্ন হওয়ামাত্র মধ্যস্তততাকারীদের অবগত করবে।

হামাস যেসব দাবি জানিয়ে আসছে, সেগুলোর মধ্যে রয়েছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি (এর অর্থ হলো যুদ্ধের অবসান), উত্তর গাজায় ফিলিস্তিনিদের তাদের বাড়িঘরে ফেরার সুযোগ দেয়া, গাজা থেকে পুরোপুরি ইসরাইলি সৈন্য প্রত্যাহার করা। এছাড়া বন্দী বিনিময় এবং পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করার বিষয়গুলোও অন্তভুক্ত রয়েছে।

আরো সংবাদ


AD HERE