মোতায়েন হচ্ছে হাজার সৈন্য, গাজা বন্দর দৃষ্টি সরিয়ে নেয়ার মার্কিন কৌশল!
- ০৯ মার্চ ২০২৪, ২৫ ফাল্গুন ১৪৩০, ২৭ শাবান ১৪৪৫

ত্রাণ সহায়তা বেগবান করার কথা বলে গাজায় যে নৌবন্দর নির্মাণ করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র, সেটাকে প্রকৃত ঘটনা থেকে দৃষ্টি সরিয়ে নেয়ার মার্কিন কৌশল হতে পারে বলে মন্তব্য করেছে ডক্টর্স উইদাউট বডার্স।
ফরাসি ভাষায় এমএসএফ নামে পরিচিত সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখার নির্বাহী আরভিল বেনোট এক্স পোস্টে বলেন, গাজায় সাগরপথে সাহায্য সরবরাহ করার বাইডেন প্রশাসনের পরিকল্পনাটি আসলে গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার এবং অসম সামরিক হামলার থেকে দৃষ্ সরিয়ে নেয়ার কৌশল হতে পারে।
তিনি বলেন, গাজার মানুষদের খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ প্রবলভাবে প্রয়োজন। ইসরাইলের উচিত সরবরাহ প্রবাহে বাধা না দিয়ে সুযোগ সৃষ্টি করা।
তিনি জানান, এটা কোনো লজিস্টিক সমস্যা নয়। এটা একটা রাজনৈতিক সমস্যা। মার্কিন সামরিক বাহিনীর একটি নির্মাণকাজ শুরু করার বদলে তাদের উচিত ছিল ইতোমধ্যেই বিদ্যমান থাকা রাস্তা ও প্রবেশপথগুলো ব্যবহার করে জরুরিভাবে মানবিক ত্রাণ সরবরাহ করা।