২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬

কৃষিঋণ বিতরণে ভাটা : এক মাসে কমেছে ২৭৩ কোটি টাকা

কৃষিঋণ বিতরণে ভাটা : এক মাসে কমেছে ২৭৩ কোটি টাকা - ছবি : নিউজমিডিয়া24

ব্যাংকিং খাতে টাকার সঙ্কটের প্রভাব কৃষি খাতেও পড়েছে। কৃষিঋণ বিতরণে ভাটা পড়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে, গত ডিসেম্বরে কৃষি ঋণ বিতরণের পরিমাণ আগের মাসের চেয়ে ২৭৩ কোটি টাকা কমে গেছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে খাতটিতে ৩ হাজার ৪৬ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়। এর আগের মাসে বিতরণ করা হয়েছিল ৩ হাজার ৩১৯ কোটি টাকা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কিছু ব্যাংকে টাকার সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করে চলছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে গড়ে বিভিন্ন উপকরণের মাধ্যমে ১৫ হাজার কোটি টাকার ওপরে ধার দিচ্ছে। এমনি পরিস্থিতি বেসরকারি খাতে ঋণ প্রবাহের পাশাপাশি কৃষি খাতেও ঋণ প্রবাহের ভাটা পড়ে গেছে।

চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের বার্ষিক কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্য ঠিক করেছে ৩৫ হাজার কোটি টাকা, যা গত অর্থবছরের চেয়ে ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি। গত অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্য ছিল ৩০ হাজার ৮১১ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ বিতরণ করা হয়েছে। এ সময় ৫২ দশমিক ৩৬ শতাংশ ঋণ বিতরণ করা হয়। তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৬ হাজার ৫৬৮ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ হয়েছে। যার পরিমাণ পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রার ৫৪ দশমিক ৬০ শতাংশ।

এ দিকে মাসভিত্তিক কৃষিঋণ বিতরণ কমলেও সামগ্রিক ঋণ বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ খাতে ১৮ হাজার ৩২৬ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। আগের বছরের একই সময়ে বিতরণ করা হয়েছিল ১৬ হাজার ৬৭০ কোটি টাকা। অর্থাৎ সেই হিসাবে কৃষি খাতে ঋণ বিতরণ বেড়েছে ১ হাজার ৬৫৬ কোটি টাকা বা ৯ দশমিক ৯ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে ব্যাংকগুলো কৃষি ঋণের ১৭ হাজার ৭৭৯ কোটি টাকা আদায় করেছে। এর আগের অর্থবছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিল ১৬ হাজার ৪২৯ কোটি টাকা। আগের বছরের তুলনায় ঋণ পরিশোধ বেড়েছে ১ হাজার ৩৫০ কোটি টাকা বা ৮ দশমিক ২১ শতাংশ।

অন্য দিকে বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১১ হাজার ৭৫৮ কোটি টাকা বিতরণ করা হয়েছে, যা তাদের পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রার ৫২ দশমিক ৩৬ শতাংশ। ফসলের মৌসুমের ভিত্তিতে সারা বছর সমান হারে কৃষিঋণ দেয়ার নির্দেশ রয়েছে। এরপরেও কয়েকটি ব্যাংক ঋণ বিতরণে পিছিয়ে রয়েছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ১১টি ব্যাংক লক্ষ্যমাত্রার ৩০ শতাংশ কম ঋণ বিতরণ করেছে।


আরো সংবাদ


AD HERE