২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬

ছোটদের সাথে নবীজীর আচরণ

ছোটদের সাথে নবীজীর আচরণ - ছবি : নিউজমিডিয়া24

স্নেহ করা : শিশুদের সাথে মহানবী সা:-এর আচরণ ছিল অত্যন্ত স্নেহপূর্ণ। আল্লাহর রাসূল সা: নিজেও শিশুদের স্নেহ করতেন এবং অন্যদেরকেও শিশুদের স্নেহ করার নির্দেশ দিতেন। নবী করিম সা: এক বাণীতে যেসব লোক শিশুদের স্নেহ করে না তাদেরকে নিজের দলভুক্ত নয় বলে আখ্যায়িত করে হুঁশিয়ার বাণী উচ্চারণ করেছেন। হজরত আবদুল্লাহ ইবনে আমর রা: বলেন, মহানবী সা: বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না ও বড়দের সম্মান করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ (সুনানে আবু দাউদ-৪৯৪৩) বিশ্বনবী সা: সেসব মহিলার প্রশংসা করেছেন যারা তাদের শিশুসন্তানদের প্রতি স্নেহশীল। এই প্রশংসার উদ্দেশ্য ছিল শিশুদের স্নেহের প্রতি গুরুত্বারোপ করে অন্যান্য মহিলাকে শিশুদের স্নেহ করার প্রতি উৎসাহিত করা। হজরত আবু হুরায়রা রা: বলেন, মহানবী সা: বলেছেন, ‘উষ্ট্রারোহী মহিলাদের মধ্যে কুরাইশি মহিলারা সর্বোত্তম। তারা শিশুসন্তানদের প্রতি স্নেহশীল ও স্বামীর মর্যাদার উত্তম রক্ষাকারিণী।’ (বুখারি-৫০৮২)

আরো সংবাদ


AD HERE