২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬

গাজা উপত্যকায় ৪০ হাজার টন বিস্ফোরক ফেলেছে ইসরাইল

গাজা উপত্যকায় ৪০ হাজার টন বিস্ফোরক ফেলেছে ইসরাইল - ছবি : নিউজমিডিয়া24

ইসরাইলি সেনাবাহিনী ৭ অক্টোবর থেকে শুরু হওয়ায় যুদ্ধে গাজা উপত্যকায় ৪০ হাজার টন বিস্ফোরক ফেলেছে বলে দাবি করেছে গাজা সরকারের মিডিয়া অফিস।

সোমবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ছিটমহলটিকে বসবাসের অযোগ্য করার স্পষ্ট লক্ষ্য নিয়ে সেখানে ৪০ হাজার টন বিস্ফোরক ফেলেছে ইসরাইলি সেনাবাহিনী।

শুক্রবার সকালে কার্যকর হওয়া ইসরাইল ও হামাসের মধ্যে সাময়িক মানবিক বিরতির তৃতীয় দিনে গাজা মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ টেলিগ্রামে এক বিবৃতিতে এ দাবি করেন।

মারুফ বলেন, ‘ইসরাইলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় (৭ অক্টোবর থেকে) ৪০ হাজার টন বিস্ফোরক ফেলেছে এবং দখলদারদের (বাহিনী) নৃশংসতা ক্যামেরার যাচাই-বাছাইয়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে।


আরো সংবাদ


AD HERE