২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬

ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করতে চায় রাশিয়া

ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করতে চায় রাশিয়া - ছবি : নিউজমিডিয়া24

ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করতে চায় রাশিয়া

রাশিয়া ইসলামী ব্যাংকিং চালু করতে চায়। দেশটির মুসলিম অধ্যুষিত চারটি অঞ্চলে আপাতত এটার বাস্তবায়ন করা হবে। অঞ্চল চতুষ্টয় হলো চেচনিয়া, দাগেস্তান, তাতারস্তান ও রাশিয়ান বাশকিরিয়া। আশা করা হচ্ছে, এই সিদ্ধান্ত দেশটির অর্থনৈতিক খাতে বড় ধরনের সুফল বয়ে আনবে।

আরো সংবাদ


AD HERE