ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করতে চায় রাশিয়া
- Sat, 09 Sep 2023

ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করতে চায় রাশিয়া
রাশিয়া ইসলামী ব্যাংকিং চালু করতে চায়। দেশটির মুসলিম অধ্যুষিত চারটি অঞ্চলে আপাতত এটার বাস্তবায়ন করা হবে। অঞ্চল চতুষ্টয় হলো চেচনিয়া, দাগেস্তান, তাতারস্তান ও রাশিয়ান বাশকিরিয়া। আশা করা হচ্ছে, এই সিদ্ধান্ত দেশটির অর্থনৈতিক খাতে বড় ধরনের সুফল বয়ে আনবে।
আরো সংবাদ
AD HERE