২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬

৫ উইকেট নিয়ে জোড়া রেকর্ড মোহাম্মদ শামির

৫ উইকেট নিয়ে জোড়া রেকর্ড মোহাম্মদ শামির - ছবি : নিউজমিডিয়া24

বিশ্বকাপের মঞ্চে ভারতীয় হিসেবে সব থেকে বেশি উইকেট নেয়ার রেকর্ড গড়লেন মোহাম্মদ শামি। টপকে গেলেন জহির খান ও জভগল শ্রীনাথকে। বিশ্বকাপের মঞ্চে ৪৫টি উইকেট নিয়েছেন তিনি। যদিও সব দেশের মধ্যে এই তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা (৭১)।

এই বিশ্বকাপে খেলতে নামার আগে শামি নিয়েছিলেন ৩১টি উইকেট। প্রথম দিকের চারটি ম্যাচ খেলেননি তিনি। কিন্তু পরের তিনটি ম্যাচ খেলে তুলে নিলেন ১৪টি উইকেট। দু’টি ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট। বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারানোর পেছনেও বড় ভূমিকা ছিল শামির। এই ম্যাচেও ৫টি উইকেট তার। বৃহস্পতিবার ৫ ওভারে ১৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন শামি। তুলে নেন চরিত আশালঙ্ক, অ্যাঞ্জেলো ম্যাথুজ়, দুশন হেমন্ত, দুষ্মন্ত চামিরা এবং কাসুন রজিতার উইকেট।

একদিনের ক্রিকেটে দ্বিতীয়বার টানা তিনটি ম্যাচে চার উইকেট নেয়ার রেকর্ডও শামির। এর আগে পাকিস্তানের ওয়াকার ইউনিস এই কীর্তি গড়েছিলেন। তিনি ১৯৯০ এবং ১৯৯৪ সালে পর পর তিনটি ম্যাচে চার উইকেটের বেশি নিয়েছিলেন। শামি এর আগে ২০১৯ বিশ্বকাপে পর পর তিনটি ম্যাচে চার বা তার বেশি উইকেট নিয়েছিলেন।

বিশ্বকাপে তিনবার ৫ উইকেট নেয়ার কীর্তি গড়লেন শামি। তিনি ছুঁয়ে ফেলেছেন মিচেল স্টার্ককে। একদিনের ক্রিকেটে চারবার ৫ উইকেট বা তার বেশি নিয়েছেন শামি। ভারতের হয়ে একদিনের ক্রিকেটে সব থেকে বেশিবার ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়লেন শামি। সূত্র : আনন্দবাজার

আরো সংবাদ


AD HERE