২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬

হলান্ডের প্রত্যাবর্তনের ম্যাচে ম্যানসিটির জয়

হলান্ডের প্রত্যাবর্তনের ম্যাচে ম্যানসিটির জয় - ছবি : নিউজমিডিয়া24

দারুণ প্রত্যাবর্তন আর্লিং হলান্ডের। ফেরার ম্যাচেই পেলেন গোলের দেখা। জয় পেয়েছে তার দল ম্যানচেস্টার সিটিও। এ জয়ে শিরোপার আরো কাছে পৌঁছে গেছে তারা। নিঃশ্বাস ফেলছে আর্সেনালের ঘাড়ে।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার সিটি গ্রাউন্ডে নটিংহ্যাম সিটির মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি। যেখানে ২-০ গোলে জয় পায় পেপ গার্দিওয়ালার দল। সিটিজেনদের হয়ে গোল করেছেন হলান্ড ও গ্যাভারদিওল।

ইনজুরির কারণে সিটির শেষ দুই ম্যাচে ছিলেন না হলান্ড। নটিংহ্যামের বিপক্ষে ম্যাচের আগেও অনিশ্চিত ছিলেন তিনি। তবে দ্বিতীয় হাফে বদলি হিসেবে নেমেই পেয়ে যান গোলের দেখা। যা সিটির জন্য বড় স্বস্তির খবর।

এর আগে ম্যাচের ৩২ মিনিটে সিটিকে এগিয়ে দেন ইওস্কো গ্যাভারদিওল। ডি ব্রুইনের কর্নার থেকে হেডে গোল করেন তিনি। বিরতির আগে আর কোনো গোল আসেনি।

বিরতির পর ৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন হলান্ড। গোলের দেখা পেয়ে যান ৭১তম মিনিটেই। ডি ব্রুইনের দারুণ পাস থেকে গোল করে সিটিকে দুই গোলে লিড এনে দেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। শেষ পর্যন্ত এই দুই গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি।

আরো সংবাদ


AD HERE