০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

শ্বাসরুদ্ধকর ৮ গোলের ম্যাচে জেতেনি কেউ!

শ্বাসরুদ্ধকর ৮ গোলের ম্যাচে জেতেনি কেউ! - ছবি : নিউজমিডিয়া24

গোলের পর গোল হলো, রুদ্ধশ্বাস লড়াই হলো। স্ট্যাম্পফোর্ড থেকে উত্তেজনা ছড়ালো গোটা ইংল্যান্ডে। আট গোলের রোমাঞ্চকর ম্যাচে তবুও জিতেনি কোনো দল। চেলসি-ম্যানসিটির ছেড়ে কথা বলেনি কেউ। চোখ রাঙিয়েছে সমানে সমানে। কখনো এগিয়ে, কখনো পিছিয়ে; যেন লুকোচুরি চললো পুরো ম্যাচ জুড়ে। শুরু থেকে শেষ, লড়াইয়ের তীব্রতা কমল না এতটুকু। নাটকীয়তায় ঠাসা ম্যাচটি শেষ হয়েছে ৪-৪ সমতায়।

আরো সংবাদ


AD HERE