লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা
- Tue, 03 Oct 2023
‘লা ইলাহা ইল্লাল্লাহ’র সঠিক অর্থ কি আপনার জানা আছে? আপনি যে অর্থটি জানেন সেটি কি সঠিক? মৃত্যুর আগে একটু যাচাই করে দেখুন তো! আমরা যারা বাঙালি তথা অনারব তাদের অধিকাংশ মুসলিম ভালো করে কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-এর অর্থ কী, তা জানি না। অনারব অধিকাংশ মুসলিম যারা সজ্ঞানে এ কথার সাক্ষ্য দেয়, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, তারা প্রকৃতপক্ষে এই বাক্যটির সত্যিকার অর্থ কী তা জানে না; বরং অনেকসময় দেখা যায়, তারা সম্পূর্ণ উল্টো বা বিপরীত অর্থটিই জানে। যেমন কাউকে যদি জিজ্ঞাসা করা হয়- ‘লা ইলাহা ইল্লাল্লাহ’র অর্থ কী? সে জবাব দেয়- ‘আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই’ অথবা ‘আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই’। কিন্তু ‘ইলাহা’ এবং ‘মাবুদ’ দুটোই আরবি শব্দ। আসলে ‘ইলাহ’ শব্দটির মানেই তারা বোঝে না। এখানে তারা পুরো বাক্যটির অনুবাদ কিন্তু করেনি। তারা ‘ইলাহা’ এবং ‘মাবুদ’ আরবি শব্দদ্বয়ের অনুবাদ করেনি। তাহলে এই ‘ইলাহ’ শব্দটির আসল অর্থ কী?
কেউ কেউ বলেন- ‘আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই’। এটিও ‘লা ইলাহা ইল্লাল্লাহ’র আসল অর্থ নয়। কেননা ‘সৃষ্টিকর্তা’-এর আরবি ‘খালিক’। তাই এখানে সৃষ্টিকর্তা ‘ইলাহ’ শব্দটির সঠিক অনুবাদ নয়। ‘ইলাহ’ শব্দটির অনুবাদকে অনেকে সৃষ্টিকর্তা হিসেবে ধরে বলে যে- আমি তো আল্লাহকেই সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করেছি। তাহলে আমার তো ঈমান আছে, আমি তো ঈমানদার। যদি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করলেই ঈমানদার হওয়া যেত তাহলে নবী সা:-এর যুগের আরবের মুশরিকরাও আপনার চেয়ে বড় ঈমানদার ছিল। কিন্তু তারপরও আল্লাহ তাদের জন্য জাহান্নাম ওয়াজিব করেছেন। আপনার কি বিশ্বাস হচ্ছে না? আরবের মুশরিকরা আপনার চেয়ে বড় ঈমানদার ছিল!