০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

যেসব আমলের ফলাফল পরীক্ষিত

যেসব আমলের ফলাফল পরীক্ষিত - ছবি : নিউজমিডিয়া24

পরীক্ষিত আমল, তার মানে এমন কিছু আমল যার দ্বারা ফল পাওয়া যায়, অর্থাৎ বুজুর্গদের আমল দ্বারা যার ফলাফল প্রমাণিত। আমাদের যাপিত জীবনে এমন অনেক জিনিসের সম্মুুখীন হতে হয়, যেগুলো আমরা সমাধান বের করতে চাই, কিন্তু কী করলে, কোন আমল করলে সমাধান পাওয়া যাবে তা জানি না। আমাদের প্রায় সবারই জীবনে সম্মুখীন হতে হয়, এমন প্রয়োজনীয় পরীক্ষিত তিনটি আমল-
পেরেশানি দূর করা : দুনিয়ার নানা কাজেই নানা পেরেশানি ও মানসিক অস্থিরতার সম্মুখীন হতে হয়। মানুষ দূর করতে চায় এই পেরেশানি। এই পেরেশানিকে দূর করে প্রশান্তি লাভের এক অনন্য মাধ্যম হলো ইস্তিগফার। অর্থাৎ পেরেশানিতে আক্রান্ত ব্যক্তি যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে, এর বরকতে আল্লাহ তায়ালা তাকে ওই পেরেশানি থেকে মুক্তি দিয়ে প্রশান্তি দান করেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে- ‘আমি তাদেরকে বলেছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল’ (সূরা নূর)।

এ ব্যাপারে রাসূল সা: বলেছেন, ‘যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তায়ালা তার সব সঙ্কট থেকে উত্তরণের পথ বের করে দেন এবং সব ধরনের দুশ্চিন্তা মিটিয়ে দেন’ (আবু দাউদ-১৫২০)।

আরো সংবাদ


AD HERE