মুন্সীগঞ্জে জেলের জালে আটকা পড়ল ৫০ কেজি ওজনের শুশুক
- Fri, 06 Oct 2023
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল পদ্মা নদীতে জেলের জালে প্রায় ৫০ কেজি ওজনের একটি শুশুক ধরা পড়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) ভোরে স্থানীয় জেলে দাদন মান নদীতে মাছ ধরতে গেলে জালের মধ্যে শুশুকটি আটকা পড়ে।
পরে শুশুকটি নদীর তীরবর্তী হাসাইল মাছ ঘাটে নিলে শত শত নারী-পুরুষ দেখতে ভির জমায়।
এলাকাবাসী জানান, পদ্মা নদীতে প্রতিদিনই শুশুক লাফালাফি করতে দেখা যায়। কিন্তু এগুলো জালে খুবই কম ধরা পরে। শুশুক ধরা পড়ছে শুনে সামনাসামনি দেখতে এলাম।
স্থানীয় জেলে দাদন মান বলেন, প্রতিদিনের মতো আজকেও নদীতে মাছ ধরতে যাই। শুক্রবার ভোরে জাল উঠানোর সময় বিশাল বড় মাছ আটকা পড়ছে ভেবে খুশি হয়ে সকলে আস্তে ধীরে জাল টানতে থাকি। একপর্যায়ে দেখি এটি মাছ না শুশুক। পরে এটি দেখতে আশপাশের অনেক লোক জমায়েত হয়। পরে সকাল ৮টার দিকে হাসাইল এলাকার পদ্মা নদীতে মাছটি ছেড়ে দেয়া হয়।