২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬

ভ্যালেন্সিয়াকে বিধ্বস্ত করল রিয়াল

ভ্যালেন্সিয়াকে বিধ্বস্ত করল রিয়াল - ছবি : নিউজমিডিয়া24

ভ্যালেন্সিয়াকে বিধ্বস্ত করে লা লিগায় জয়ের ধারায় ফিরলো রিয়াল মাদ্রিদ। রীতিমতো যেন গোল উৎসব করল দলটি। সান্তিয়াগো বার্নাবেউয়ে শনিবার রাতে ৫-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। জোড়া গোল করেন ভিনিসিউস ও রদ্রিগো।

কাঁধের চোটে ভালেন্সিয়ার বিপক্ষে স্কোয়াডে ছিলেন না জুড বেলিংহ্যাম। তবে দারুণ ছন্দে থাকা ইংলিশ মিডফিল্ডারের অভাব বুঝতেই দিলেন না অন্যরা। মাত্র তৃতীয় মিনিটেই কারভাহালের গোলে এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুসের পাস ডি-বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ের ভলিতে বল জালে পাঠান তিনি।

আরো সংবাদ


AD HERE