২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬

ফের আফগান রূপকথা, এবার শিকার শ্রীলঙ্কা

ফের আফগান রূপকথা, এবার শিকার শ্রীলঙ্কা - ছবি : নিউজমিডিয়া24

বিশ্বকাপে একের পর এক ইতিহাস গড়ে যাচ্ছে আফগানিস্তান। লিখে যাচ্ছে রূপকথা। ইংল্যান্ড, পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কা। বিশ্বকে জানান দিচ্ছে নিজেদের শক্তিমত্তা। অঘটন বললে যা বড় ভুল হবে। অঘটন না হয় একবার ঘটে। কিন্তু একাধারে যা হয়, তাকে ‘যোগ্য’ বলে সম্মান দিতেই হবে।

তবে ইংল্যান্ড-পাকিস্তানের মতো প্রথমবার নয়, শ্রীলঙ্কাকে হারানোর অভিজ্ঞতা আফগানদের অতীতেও একাধিকবার আছে। তবে বিশ্বকাপে এই প্রথম। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচে উঠে এলো আফগানিস্তান। যা বিশ্বকাপের বড় চমক বটে! ছয় ম্যাচে এখন তিন জয় তাদের।

যে মাঠে প্রথম ইনিংসের গড় রান ৩০১, সেখানে ২৪২ রানের লক্ষ্য পুনেতে সহজ বলেই বিবেচিত। বোলারদের গড়ে দেয়া ভীতের ওপর দাঁড়িয়ে অসম্ভব কিছু না হলে অনায়াসেই জয় পাবার কথা ছিল আফগানদের। হলোও তাই। ৪৫.২ ওভারে ৭ উইকেট বাকি থাকতেই পৌঁছে যায় লক্ষ্যে। মাতে বিজয় উল্লাসে।

আরো সংবাদ


AD HERE