০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় কেবল ‘টাইমড আউট’

জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় কেবল ‘টাইমড আউট’ - ছবি : নিউজমিডিয়া24

ভারত বিশ্বকাপে বাংলাদেশের পাওয়ার আর কিছু নেই। সব হারিয়ে এখন শুধুই লক্ষ্য চ্যাম্পিয়নস ট্রফি। যার জন্যে শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা খুব বেশি প্রয়োজন ছিল। দিল্লির বায়ুদূষণের তীব্রতার মাঝেই উত্তপ্ত লড়াই শেষে সেই জয়টাও ধরা দিয়েছে। সোমবার রাতে টাইগাররা লঙ্কা বধ করে ৩ উইকেটে।

শ্রীলঙ্কাকে হারানোর অভ্যেস পুরনো বাংলাদেশের। আগেও বহুবার হারিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। তবে বিশ্বকাপে এই প্রথম লঙ্কা বধ করলো বাংলাদেশ দল। এই জয়ে পয়েন্ট টেবিলের সাতে উঠে এসেছে বাংলাদেশ। বেঁচে রয়েছে চ্যাম্পিয়নস ট্রফির আশা।

এই জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটে বলে দ্যুতি ছড়ান তিনি। বল হাতে গুরুত্বপূর্ণ দুই উইকেট শিকারের পর ব্যাট হাতে ৬৫ বলে ৮২ রান; ম্যাচ সেরা হবার মতোই পারফরম্যান্স। এই নিয়ে বিশ্বকাপে বাংলাদেশের শেষ পাঁচ জয়ের চারটাতেই ম্যাচ সেরা হলেন তিনি।

এদিকে সাত ইনিংস পর অর্ধশতকের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্তও। এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ফিফটি ছুঁয়েছিলেন তিনি। তবে পরের ছয় ম্যাচে মোটে ৩০ রান আসে তার ব্যাটে। তবে গতকাল ছিলেন শতকের পথেই। যদিও তা হয়নি, ১০১ বলে ৯০ রানে ফিরেছেন তিনি।

 

তবে এইসব ছাপিয়ে ম্যাচটা আলোচনায় উঠে এসেছে ভিন্ন এক কাণ্ডে। এর আগে যা কখনো দেখিনি ক্রিকেট বিশ্ব, তাই যেন দেখে গতকাল দিল্লিতে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো টাইম আউট হোন কোন ক্রিকেটার। যেখানে জড়িয়ে গেল বাংলাদেশের নাম। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অদ্ভুত এই আউটের শিকার হন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলা ম্যাথিউস।

ক্রিকেট ইতিহাসে বিরল এই আউটের নাম ‘টাইম আউট’। মূলত নতুন ব্যাটসম্যান মাঠে নামার ২ মিনিটের মাঝে প্রথম বল মোকাবেলা করতে হয়। অন্যথায় প্রতিপক্ষ আবেদন করলে আউট দিতে বাধ্য আম্পায়ার। এমনটাই ঘটে ম্যাথিউসের সাথে।

ঘটনার সূত্রপাত সাদিরা সামারাবিক্রমা ২৫‌তম ওভারে আউট হলে। সেই সময়ে মাঠে আসেন ম্যাথিউজ। তবে প্রথম বল মোকাবেলা করতে পেরিয়ে যায় নির্ধারিত সময়। হেলমেট নিয়ে সমস্যা হওয়ায় এই সময়সীমা পার করে ফেলেন ম্যাথিউস।

এদিকে সাকিব আল হাসান এক ফিল্ডারের কথাই উইকেটের আবেদন করলে আম্পায়ার জানিয়ে দেন আউটের সিদ্ধান্ত। ফলে ০ বলে ০ রানে ডায়মন্ড ডাক মেরে সাজঘরে ফেরেন ম্যাথিউস। যা ক্রিকেটের পরিভাষায় টাইম আউট নামে পরিচিত।

অ্যাঞ্জেলা ম্যাথিউসের ‘টাইম আউট’ সিদ্ধান্ত যেন মানতেই পারছে না শ্রীলঙ্কা দল। ক্রিকেট ইতিহাসের বিরল এই আউট নিয়ে বেশ অসন্তোষ তাদের মনে। যার রেশ ধরে ম্যাচ পরবর্তী সময়ে সৌজন্য সাক্ষাৎও করেনি লঙ্কান ক্রিকেটাররা। ম্যাচ চলাকালীন সময়েও দেখা গেছে যার উত্তপ্ত প্রভাব।

অবশ্য ম্যাচের মাঝ বিরতিতে ধারাভাষ্যকার ইয়ান বিশপের মুখোমুখি হয়ে এই আউটের ব্যাখ্যা দেন এই ম্যাচের চতুর্থ আম্পায়ার এড্রিয়ান হোল্ডস্টক।

তিনি জানান, ২ মিনিট সময়ের হিসাব রাখার দায়িত্ব টিভি আম্পায়ারের এবং তিনিই মাঠের আম্পায়ারদের তা জানিয়ে থাকেন।

যেখানে হোল্ডস্টক তার বক্তব্যে বলেন, তৃতীয় আম্পায়ারের হিসেবে ম্যাথিউসের হেলমেটের সমস্যার আগেই ২ মিনিট সময় পেরিয়ে গিয়েছিল। এরপর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আউটের আবেদন করেন ও আম্পায়ার তা গ্রহণ করেন।

জানাই ছিল সংবাদ সম্মেলনে বিষয়টা নিয়ে কথা হবে ঢের। হলোও তাই। আর লঙ্কানদের পক্ষ থেকে অ্যাঞ্জেলা ম্যাথিউস নিজেই আসায়, বেশ গুরুত্বের সাথেই উঠে এলো বিষয়টি। যেখানে এই লঙ্কান অলরাউন্ডার বেশ ক্ষোভ প্রকাশ করলেন সাকিব আল হাসান ও বাংলাদেশ দলের প্রতি। আম্পায়ারদেরও ছেড়ে কথা বলেননি।

এই সময় নিজেকে নির্দোষ দাবি করে ম্যাথিউস বলেন, তিনি সময়ের মাঝে কাজ সম্পাদন করেন ও আম্পায়ারের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দেন। যেখানে তিনি প্রামাণ্য ভিডিও প্রকাশের কথাও উল্লেখ করেন।

কিছু সময় পর ভিডিও প্রকাশ পেলে দেখা যায়, একেবারে ভুল বললেননি ম্যাথিউজ। টিভি রিপ্লে অনুযায়ী তিনি ১ মিনিট ৫৫ সেকেন্ডে গার্ড নিয়েছেন। সেক্ষেত্রে তিনি ঠিকই ছিলেন। তাকে দায় দেয়া যায় না। তবে এরপর যা করেছেন, মূলত সেটাই ভুল তার। আম্পায়ারের অনুমতি ছাড়াই হেলমেট পরিবর্তন করতে যান। সেখানেই তিনি পেরিয়ে যান নির্দিষ্ট সময়সীমা।

যাহোক, বিষয়টা নিয়ে বেশ বিতর্ক হচ্ছে। অনেকে কথা বলছেন পক্ষে, অনেকে বিপক্ষে। ক্রিকেট বিশ্ব যেন ভাগ হয়ে গেছে দুই ভাগে। ক্রিকেটের নিয়মে একজন ব্যাটসম্যানকে এগারোভাবে আউট করা যায়। যার একটি টাইম আউট। ফলে বলা যায় আবেদন করে ভুল করেননি সাকিব। বাকি সময় ঠিক আছে কিনা তা দেখবে আম্পায়াররা।

তবুও সমালোচিত হতে হচ্ছে সাকিবকে। কেন না ১৪৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে ‘টাইম আউট’ গতকালই প্রথম দেখেছে বিশ্ব। আউটটি আইনসিদ্ধ হলেও এর আগে কখনো কোনো ব্যাটসম্যানকে এভাবে আউট হয়ে মাঠ ছাড়তে হয়নি। ফলে আলোচনা হওয়াটাই স্বাভাবিক।

আরো সংবাদ


AD HERE