০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড

গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড - ছবি : নিউজমিডিয়া24

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার মাঠে নামছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশনে মুখোমুখি হবে দুই দল। যদিও এই জয়-পরাজয়ের পরও থেকে যাবে সমীকরণ, তবুও বড় যোগান হবে শেষ চারের পথে।

বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে দু’দলের লড়াই। খেলা শুরু বেলা ২টা ৩০মিনিটে। নিউজিল্যান্ড চেষ্টায় আছে জয়ের ধারায় ফিরতে, পাকিস্তান চায় জয়ের ধারা ধরে রাখতে।

আসরে দারুণ শুরুর পর হঠাৎ খেই হারায় নিউজিল্যান্ড। টানা চার ম্যাচে জয়ের পর হেরেছে টানা তিন ম্যাচে। তাতে শঙ্কার মুখে সেমিফাইনাল খেলাও। সাত ম্যাচে আট পয়েন্ট দলটার। বিপরীতে টানা চার ম্যাচে হারের পর বাংলাদেশকে শেষ ম্যাচে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে পাকিস্তান দল।

নিউজিল্যান্ড ও পাকিস্তান এর আগেও মুখোমুখি হয় ১১৫ ম্যাচে। কিউইদের ৫১ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৬০ ম্যাচে। শেষ ১০ দেখাতেও ৬ থেকে ৪ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। তবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল কিউইরা। যা আজও তাদের জন্য অনুপ্রেরণা হতে পারে।

আরো সংবাদ


AD HERE