০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

ইতিহাসের এই দিনে: চীনের রাজধানী হলো বেইজিং

ইতিহাসের এই দিনে: চীনের রাজধানী হলো বেইজিং - ছবি : নিউজমিডিয়া24

সময়টা ১৪২০ সালের ২৮ অক্টোবর। চীনে তখন মিং সাম্রাজ্যের শাসন চলছে। বেইজিং তখন ‘উত্তরের রাজধানী’ নামে পরিচিত। মিং শাসকেরা এদিন ঘোষণা দেন, বেইজিং হবে পুরো সাম্রাজ্যের নতুন রাজধানী। আধুনিক চীনের রাজধানীও এই বেইজিং। বর্তমান বিশ্বের অন্যতম জনবহুল ও আধুনিক একটি শহর এটি।

আরো সংবাদ


AD HERE