আসামে জুমার নামাজের ২ ঘণ্টা বিরতি বাতিল
- ৩১ আগস্ট ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২৫ সফর ১৪৪৬

ভারতের আসাম রাজ্যের বিধান সভায় জুমার নামাজের জন্য দুঘণ্টার কর্মবিরতির নিয়ম বাতিল করা হয়েছে। ব্রিটিশ আমল থেকে নিয়মটি চালু ছিল। ওই সময় আসামের মুসলিম লীগ সরকারের প্রধানমন্ত্রী সৈয়দ সাদুল্লাহ নিয়মটি প্রবর্তন করেছিলেন।
ব্রিটিশ আমলে তথা ১৯৩৭ সালে আসামের মুসলিম বিধায়কদের জন্য শুক্রবার অর্থাৎ জুমার দিন ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত নামাজ বিরতি দেয়ার ব্যবস্থা ছিল। রাজ্য থেকে প্রাচীন এই নিয়ম তুলে দিলে তৎপর হন বিজেপি শাসিত আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেই মতো ৭ সদস্যের কমিটি গড়ে খতিয়ে দেখা হয় এই নিয়মের কোনো প্রয়োজন রয়েছে কিনা। দুদিন আগে কমিটি জানায় নিয়মের কোনো প্রয়োজন নেই। এর পর শুক্রবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে অবলুপ্ত করা হয় এই নিয়ম। জানানো হয়, লোকসভা ও রাজ্যসভা কোনো জায়গাতেই এমন নিয়ম নেই। তাই আসামেও এই নিয়ম গুরুত্বহীন।