আর ব্যাকফুটে খেলতে চায় না বিএনপি
- Tue, 24 Oct 2023

নানা কর্মসূচির মধ্য দিয়ে দীর্ঘ সময় ধরে সরকারবিরোধী আন্দোলন টেনে চলছে বিএনপি। গত এক বছরেরও বেশি সময় ধরে চলা কর্মসূচিগুলোতে দলটির মূল ফোকাস ছিল নেতাকর্মীদের পাশাপাশি জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করা, সরকারবিরোধী সব দলকে এক মেরুতে নিয়ে আসা এবং নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবির পক্ষে দেশে বিদেশে জনমত তৈরি করা। বিএনপির শীর্ষ নেতারা বলেছেন, তাদের এই লক্ষ্য সঠিক পথেই এগিয়েছে। এত দিন তারা ব্যাকফুটে থেকে ধীরে ধীরে ক্ষেত্র প্রস্তুত করেছেন। এখন আর ব্যাকফুটে নয়, রাজপথ নিয়ন্ত্রণ করেই তারা সামনে এগোবেন। আগামী ২৮ অক্টোবর থেকে সেই ‘মহাযাত্রা’ শুরু হবে।
আরো সংবাদ
AD HERE