০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

আন্দোলন মোকাবেলা ও গ্রহণযোগ্য নির্বাচন

আন্দোলন মোকাবেলা ও গ্রহণযোগ্য নির্বাচন - ছবি : নিউজমিডিয়া24

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে দরজায় কড়া নাড়ছে। তফসিল ঘোষণারও তোড়জোড় চলছে নির্বাচন কমিশনে। এই নির্বাচনকে কেন্দ্র করে মূলত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রথমত, সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি ও তার মিত্রদের এক দফার চূড়ান্ত ধাপের আন্দোলন মাঠে গড়িয়েছে। বিএনপি বলছে, নির্দলীয় সরকার ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে তারা কোনো নির্বাচনে অংশ নেবে না। দ্বিতীয়ত, অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক একটি গ্রহণযোগ্য নির্বাচন করার ব্যাপারে সরকারের ওপর আন্তর্জাতিক মহলের চাপ রয়েছে। বিশেষ করে প্রভাবশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এদেশের আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হওয়ার বিষয় পর্যবেক্ষণ করছে। বিএনপি জোটের আন্দোলনের পাশাপাশি এবার আন্তর্জাতিক মহলের বাড়তি চাপ মোকাবেলা করেই আগামী নির্বাচন আয়োজন করতে হবে দলটিকে, যা আওয়ামী লীগ ও সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতার সাথে আলাপকালে এসব তথ্য জানা গেছে।

আরো সংবাদ


AD HERE