২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬

অহঙ্কার ও দম্ভ

অহঙ্কার ও দম্ভ - ছবি : নিউজমিডিয়া24

মানবজাতির চারিত্রিক কিছু গুণ রয়েছে ইতিবাচক, আর কিছু রয়েছে নেতিবাচক। আর নেতিবাচকের অন্যতম একটি হলো দম্ভ বা অহঙ্কার। যা ইতিবাচক গুণ বিনয়ের বিপরীত এক দুঃস্বভাব। আর এই বিনয় যেমন মানুষকে আকাশের উচ্চতায় পৌঁছে দেয়। ঠিক এর বিপরীত সম্মান, যশ-খ্যাতি, অর্থসম্পদ, প্রভাবপ্রতিপত্তি, বিদ্যাবুদ্ধি ইত্যাদিতে বিন্দুমাত্র অহঙ্কার করলে তখন তাকে নিক্ষেপ করে আরশের উচ্চতা থেকে সাত জমিনের নিচে।
একজন সৎ আদর্শবান ও প্রকৃত মানুষের গুণ কখনোই অহঙ্কার হতে পারে না। কারণ শয়তান এই অহঙ্কারের কারণেই শিক্ষক তথা মাখলুকাতের মধ্যে সর্বাধিক জ্ঞানী হওয়া সত্ত্বেও হয়েছেন জঘন্য ও ঘৃণিত।

আরো সংবাদ


AD HERE