০৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি

কেন ভক্তকে কেন খুন করলেন দক্ষিণ ভারতের সুপারস্টার?

কেন ভক্তকে কেন খুন করলেন দক্ষিণ ভারতের সুপারস্টার? - ছবি : নিউজমিডিয়া24

ভারতের কন্নড় চলচ্চিত্রের সুপারস্টার দর্শন থোগুদিপাকে প্রায় দুই সপ্তাহ আগে এক হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল, যে ঘটনা সিনেমার গল্পকেও হার মানাবে!

রেণুকাসোয়ামি নামে ৩৩ বছর বয়সী এক তরুণকে হত্যার অভিযোগে পুলিশ যে ১৭ জনকে আটক করেছে তাদের মধ্যে এই সুপারস্টারও রয়েছেন।

রেণুকাসোয়ামি মূলত অভিনেতা দর্শনের ভক্ত ছিলেন এবং একটি নালা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছিল।

ব্যাঙ্গালোর শহরের পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেছেন, রেণুকাসোয়ামিকে ‘খুব নিষ্ঠুর এবং বর্বরভাবে হত্যা করা হয়েছিল।’ তিনি একে ‘জঘন্য অপরাধ’ বলে আখ্যা দিয়েছেন।

পুলিশ বলেছে, ৪৭ বছর বয়সী অভিনেতা দর্শন, রেণুকাসোয়ামির উপর প্রচণ্ড রেগে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আরো সংবাদ


AD HERE