২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬

অস্কার পেলেন যারা

অস্কার পেলেন যারা - ছবি : নিউজমিডিয়া24

বিভিন্ন ক্যাটাগরিতে চলতি বছরে অস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়েছে।

রোববার এই পুরস্কার প্রদান করে অ্যাকাডেমি।

এ বছর বিশ্বব্যাপী যারা এই সম্মানজনক পুরস্কার পেয়েছেন তারা হলেন-

সেরা ছবি ক্যাটাগরিতে অস্কার জিতেছে ‘ওপেনহাইমার’।

শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে অস্কার পেয়েছেন পুওর থিংস সিনেমার এমা স্টোন।

শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সম্মানজনক অস্কার জয় করেছেন সিলিয়ান মারফি, ‘ওপেনহাইমার’।


আরো সংবাদ


AD HERE